ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট(BLB)

Apr 17, 2024
ফসলের রোগ-বালাই
ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট(BLB)

বর্তমান আবহাওয়ার কারনে ধানের জমিতে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ প্রচন্ড আকারে আক্রমন করছে ।এই রোগ চিনার ও প্রতিকার গুলো নিচে আলোচনা করা হলো-

চেনার উপায়-

প্রথমে পাতার কিনারায় এবং আগায় ছোট ছোট জলছাপের মতো দাগ দেখা যায়। এ দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে পাতার দু’প্রান্ত দিয়ে নিচের বা ভিতরের দিকে অগ্রসর হয় আক্রান্ত অংশ বিবর্ণ হতে থাকে ও ধূসর বাদামী বর্ণে পরিণত হয় যা ঝলসানো বা পাতা পোড়া বলে মনে হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

ইউরিয়া সার প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করা।

সব ইউরিয়া চারা বা কুশি অবস্থায় না দিয়ে ২/৩ কিস্তিতে উপরি প্রয়োগ করা।

রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে ৭-১০ দিন পর আবার পানি দেয়।

আক্রান্ত জমিতে ৫০-১০০ গ্রাম পটাশ সার ১০ লিটার পানিতে মিশিয়ে পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে বিকালে স্প্রে  করা।

পটাশ সার বিঘাপ্রতি ৫/৬ কেজি উপরি প্রয়োগ করা।

ঝড়ের/বৃষ্টির পর পরই ইউরিয়া সার ব্যবহার না করা।

কুপ্রাভিট ৪ গ্রাম/ চ্যাম্পিয়ন ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। প্রয়োজনে ১% বর্দোমিকচার ব্যবহার করা যেতে পারে।


সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল