নাগা মরিচের চাষ পদ্ধতি

Jun 12, 2023
কৃষি সম্পর্কিত
নাগা মরিচের চাষ পদ্ধতি

                                                        নাগা মরিচের চাষ পদ্ধতি

নাগা মরিচ শীত গ্রীষ্ম উভয় মৌসুমে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। মরিচের প্রতি আমাদের অনেকেরই দুর্বলতা রয়েছে। ইচ্ছা একটু চেষ্টা করলেই আমরা নিজেরাই মাসে ফলাতে পারি নাগা/বোম্বাই মরিচ। এছাড়াও পতিত বা অন্যান্য জমিতে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন বোম্বাই মরিচ। ছাদে টবেও নাগা মরিচের ভালো ফলন হয়ে থাকে।
বাংলাদেশের সিলেট অঞ্চল ছাড়াও ভারতের মণিপুর, নাগাল্যান্ড, আসাম, নেপাল, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় বিভিন্ন গ্রামঞ্চলে মরিচের ব্যাপক চাষ হয়।

চারা তৈরিঃ
চারা তৈরির জন্য একটি আদর্শ বীজতলার প্রয়োজন বীজতলা তৈরি হয়ে গেলে সেখানে বীজ বপন করতে হবে। আদর্শ বীজতলা তৈরির জন্য x মিটার আকারে জমি নির্বাচন করতে হবে। বীজ বপনের পর চারা যখন ১০সেমি উচু হবে তখন সেই চারা রোপণের জন্য ব্যবহার করতে হবে।


চারা রোপণঃ
আগাছা পরিষ্কার করে - টি চাষ মই দিয়ে জমি প্রস্তুতির পর চারা রোপণ করা হয়। চারা রোপণে সারি থেকে সারির দূরত্ব ৬০-৭০ সে.মি. চারা থেকে চারার দূরত্ব ৩০-৪০ সে.মি. রাখা হয়। চারা বিকেলে লাগাতে হবে এবং - দিন সকাল বিকাল পানি দিতে হবে।


সার ব্যবস্থাপনাঃ
মরিচের জমিতে প্রতি হেক্টরে গোবর ১০ টন, ইউরিয়া ২৫০ কেজি, টিএসপি ২০০ কেজি এবং এমওপি সার ১৫০ কেজি প্রয়োগ করা হয়। জমি তৈরির সময় সমুদয় গোবর, টিএসপি ৫০ কেজি এমওপি সার প্রয়োগ করা হয়। চারা রোপণের ২৫ দিন পর ৮৪ কেজি ইউরিয়া ৩৪ কেজি এমওপি সার প্রথম উপরি প্রয়োগ করা হয়। লাগানোর ৫০ দিন পর ২য় ৭০ দিন পর তৃতীয় কিস্তির উপরি সার প্রয়োগ করা হয়। ২য় ৩য় কিস্তির প্রতিবারে ৮৩ কেজি ইউরিয়া ৩৩ কেজি এমওপি সার প্রয়োগ করা হয়।


সেচ আগাছা ব্যবস্থাপনাঃ
জমিতে রসের অভাব হলে সেচ দিতে হবে পানি নিকাশের ব্যবস্থা রাখতে হবে। আগাছা দেখা দিলে তা পরিষ্কার করতে হবে এবং উপরি সার প্রয়োগের সময় কোদাল দিয়ে কুপিয়ে আলগা করে দিতে হবে।


ফসল সংগ্রহঃ
নাগা মরিচের গাছে ফুল এলে সেই মরিচ পরিপক্ব হতে ১৫-২০ দিন সময় লাগে। এসময় কাঁচা মরিচ তোলা যায়।

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল