ধান চাষে সার ব্যবস্থপনা
জৈব সার প্রয়োগ: জৈব সার যেমন গোবর সার বা কম্পোস্ট সার রোপণের আগে মাটিতে বা টপ ড্রেসিং প্রয়োগ করাতে হবে। প্রয়োগের হার হেক্টর প্রতি 5-10 টন।
রাসায়নিক সারের ব্যবহার: ধান গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে অজৈব সারও ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন জাতের ক্ষেত্রে রাসায়নিক সার প্রয়োগের হার ও পদ্ধতি নিচে বর্ণনা করা হলঃ
রোপা আউশ(সারনী-১)
সারের নাম ও পরিমান (প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-১৮কেজি/বিঘা
টিএসপি-৭কেজি/বিঘা
এমওপি-১১ কেজি/বিঘা
প্রয়োগ পদ্ধতিঃ
টিএসপি,এমওপি পুরোটাই জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। কিন্তু ইউরিয়া তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে।
১ম কিস্তিঃ এক তৃতীয়াংশ(১/৩) ইউরিয়া সার জমি শেষ চাষের সময়।
২য় কিস্তিঃ ১/৩ ইউরিয়া সার ধান গাছের গোছায় ৪-৫ টি কুশি দেখা দিলে (সাধারনত রোপনের ১৫ দিন পর) দিতে হবে।
৩য় কিস্তিঃ১/৩ ইউরিয়া সার কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে দিতে হবে।
রোপা আমন-
১।১৪৫দিনের বেশি দীর্ঘ মেয়াদি জাতের (সুগন্ধি জাত ব্যতিত) জন্য
সারের নাম ও পরিমান(প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-২৬কেজি/বিঘা
টিএসপি-৮কেজি/বিঘা
এমওপি-১৪কেজি/বিঘা
জিপসাম-৯কেজি/বিঘা
২।১৩৫-১৪৫দিনের বেশি মধ্যম মেয়াদি জাতের জন্য
সারের নাম ও পরিমান (প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-২২কেজি/বিঘা
টিএসপি-৮কেজি/বিঘা
এমওপি-১৪কেজি/বিঘা
জিপসাম-৯কেজি/বিঘা
দীর্ঘ মেয়াদি জাত ও মধ্যম মেয়াদি জাতের জন্য সার প্রয়োগ পদ্ধতিঃ
টিএসপি,এমওপি পুরোটাই জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। কিন্তু ইউরিয়া তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে।
নিম্ন উর্বর জমির জন্য
১ম কিস্তিঃ এক তৃতীয়াংশ(১/৩) ইউরিয়া সার জমি শেষ চাষের সময়।
২য় কিস্তিঃ ১/৩ ইউরিয়া সার ধান গাছের গোছায় ৪-৫ টি কুশি দেখা দিলে (সাধারনত রোপনের ১৫-২০ দিন পর)দিতে হবে।
৩য় কিস্তিঃ ১/৩ ইউরিয়া সার কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে দিতে হবে।
মধ্যম-উত্তম উর্বর জমির জন্য
১ম কিস্তিঃ এক তৃতীয়াংশ(১/৩) ইউরিয়া সার চারা রোপনের ৭-১০ দিন পর দিতে হবে।
২য় কিস্তিঃ ১/৩ ইউরিয়া সার চারা রোপনের ২৫-৩০ দিন পর দিতে হবে।
৩য় কিস্তিঃ ১/৩ ইউরিয়া সার কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে দিতে হবে।
৩।১২৫ দিনের কম(স্বল্প মেয়াদি জাত)জাতের জন্য
সারের নাম ও পরিমান(প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-২০কেজি/বিঘা
টিএসপি-৭কেজি/বিঘা
এমওপি-১১কেজি/বিঘা
জিপসাম-৮কেজি/বিঘা
প্রয়োগ পদ্ধতিঃ
টিএসপি,এমওপি পুরোটাই জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে।কিন্তু ইউরিয়া তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে।
১ম কিস্তিঃ এক তৃতীয়াংশ(১/৩) ইউরিয়া সার জমি শেষ চাষের সময়।
২য় কিস্তিঃ ১/৩ ইউরিয়া সার ধান গাছের গোছায় ৪-৫ টি কুশি দেখা দিলে (সাধারনত রোপনের ১৫ দিন পর)দিতে হবে।
৩য় কিস্তিঃ ১/৩ ইউরিয়া সার কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে দিতে হবে।
৪।আলোক-সংবেদনশীল(নাবি জাত)জাতের জন্য
সারের নাম ও পরিমান(প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-২৩কেজি/বিঘা
টিএসপি-৯কেজি/বিঘা
এমওপি-১৩কেজি/বিঘা
জিপসাম-৮কেজি/বিঘা
প্রয়োগ পদ্ধতিঃ
টিএসপি,এমওপি পুরোটাই জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। কিন্তু ইউরিয়া দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে।
১ম কিস্তিঃদুই তৃতীয়াংশ(২/৩) ইউরিয়া সার জমি শেষ চাষের সময়।
২য় কিস্তিঃ১/৩ ইউরিয়া সার কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে দিতে হবে।
৫।সুগন্ধিজাত ও ব্রি ধান ৩২
সারের নাম ও পরিমান (প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-১২কেজি/বিঘা
টিএসপি-৭কেজি/বিঘা
এমওপি-৮কেজি/বিঘা
জিপসাম-৬কেজি/বিঘা
প্রয়োগ পদ্ধতিঃ
টিএসপি,এমওপি পুরোটাই জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে।কিন্তু ইউরিয়া তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে।
১ম কিস্তিঃএক তৃতীয়াংশ(১/৩) ইউরিয়া সার জমি শেষ চাষের সময়।
২য় কিস্তিঃ১/৩ ইউরিয়া সার ধান গাছের গোছায় ৪-৫ টি কুশি দেখা দিলে (সাধারনত রোপনের ১৫ দিন পর)দিতে হবে।
৩য় কিস্তিঃ১/৩ ইউরিয়া সার কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে দিতে হবে।
বোরো
১।১৫০ দিনের বেশি(দীর্ঘ মেয়াদি জাত)
সারের নাম ও পরিমান(প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-৪০কেজি/বিঘা
টিএসপি-১৩কেজি/বিঘা
এমওপি-২২কেজি/বিঘা
জিপসাম-১৫কেজি/বিঘা
দস্তা-১.৫কেজি/বিঘা
২।১৫০ দিনের কম(স্বল্প মেয়াদি জাত ও ব্রি ধান ৫০(সুগন্ধি))
সারের নাম ও পরিমান(প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-৩৫কেজি/বিঘা
টিএসপি-১২কেজি/বিঘা
এমওপি-২০কেজি/বিঘা
জিপসাম-১৫কেজি/বিঘা
দস্তা-১.৫কেজি/বিঘা
৩।হাওড় অঞ্চলের জাতের জন্য
সারের নাম ও পরিমান(প্রতি বিঘার জন্য)
ইউরিয়া-২৭কেজি/বিঘা
টিএসপি-১২কেজি/বিঘা
এমওপি-২২কেজি/বিঘা
জিপসাম-৮কেজি/বিঘা
দস্তা-১.৫কেজি/বিঘা
দীর্ঘ মেয়াদি জাত,মধ্যম মেয়াদি ও হাওড় অঞ্চলের জাতের জন্য সার প্রয়োগ পদ্ধতিঃ
টিএসপি,এমওপি পুরোটাই জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে।কিন্তু ইউরিয়া তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে।
নিম্ন উর্বর জমির জন্য
১ম কিস্তিঃএক তৃতীয়াংশ(১/৩) ইউরিয়া সার জমি শেষ চাষের সময়।
২য় কিস্তিঃ১/৩ ইউরিয়া সার ধান গাছের গোছায় ৪-৫ টি কুশি দেখা দিলে (সাধারনত রোপনের ২০-২৫ দিন পর)দিতে হবে।
৩য় কিস্তিঃ১/৩ ইউরিয়া সার কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে দিতে হবে।
মধ্যম-উত্তম উর্বর জমির জন্য
১ম কিস্তিঃএক তৃতীয়াংশ(১/৩) ইউরিয়া সার চারা রোপনের ১৫-২০ দিন পর দিতে হবে।
২য় কিস্তিঃ১/৩ ইউরিয়া সার চারা রোপনের ৩০-৩৫ দিন পর দিতে হবে।
৩য় কিস্তিঃ১/৩ ইউরিয়া সার কাইচথোড় আসার ৫-৭ দিন পূর্বে দিতে হবে।
কাইচথোড়ের পরে যদি নাইট্রোজেনের অভাব দেখা দিলে বিঘা প্রতি ৪-৫ কেজি ইউরিয়া সার উপরিপ্রয়োগ করা যেতে পারে।
[তথ্য সূত্রে-বাংলাদেশ দাব গবেষনা ইনিস্টিটিউট(বারি)]