বেগুন চাষের জন্য জমি প্রস্তুতি

May 20, 2024
চাষাবাদ
বেগুন চাষের জন্য জমি প্রস্তুতি

 বেগুন চাষের জন্য জমি প্রস্তুতি  

জমির চারপাশের আইলের অতিরিক্ত অংশ কাটা পর - টি আড়াআড়ি গভীর চাষ দিয়ে মই দিয়ে সমান করতে হবে।আগাছা বেছে ফেলে দিতে হবে।মনে রাখবেন প্রতি ১বা ২ চাষের পর ১-২ দিন রেখে দিবেন।এতে সূর্যের আলোতে ক্ষতিকর ছত্রাক,ব্যাকটেরিয়া,ভাইরাস মারা যায়।

বেগুনের জমি প্রস্তুত করার ক্ষেত্রে শেষ চাষের সময় ও গর্তে  উপযুক্ত পরিমাণ জৈব রাসায়নিক সার দিতে হবে ।  

জমি প্রস্তুত করার ক্ষেত্রে শেষ চাষের সময় ও গর্তে ব্যবহৃত সারের নাম ও তার পরিমাণ (প্রতি হেক্টর এর জন্য)

সারের নাম      হেক্টর প্রতি পরিমাণ

১.কম্পোস্ট  = ১০ টন (৫টন শেষ চাষে দিতে হয় আর বাকি ৫ টন যতগুলো গর্ত করবেন তাতে সমান ভাবে ভাগ করে দিবেন)   

২.টিএসপি    =২৫০ কেজি (১২৫কেজি শেষ চাষে দিতে হয় আর বাকি ১২৫কেজি যতগুলো গর্ত করবেন তাতে সমান ভাবে ভাগ করে দিবেন)    

৩.এমওপি     = ৫০ কেজি(শুধু যতগুলো গর্ত করবেন তাতে সমান ভাবে ভাগ করে দিবেন শেষ চাষে দিবেন না)     

৪.জিপসাম    =১০০ কেজি(সবগুলো একসাথে শুধু শেষ চাষ এ দিবেন)

৫.বোরিক এসিড  =১০ কেজি(সবগুলো একসাথে শুধু শেষ চাষ এ দিবেন)

বি.দ্র.: শেষ চাষের সময় এবং গর্তে ভুলেও ইউরিয়া দিবেন না

চারা রোপনের ১৫ দিন পর  

ইউরিয়া=৬০ কেজি +এমওপি=৪৫ কেজি

ফুল ধরা আরম্ভ হলে

ইউরিয়া=৬০ কেজি+এমওপি=৫২.৫ কেজি

ফল ধরা আরম্ভ হলে

ইউরিয়া=৬০ কেজি+এমওপি=৫২.৫ কেজি

ফল আহরনের আগে

শুধু ইউরিয়া=৬০ কেজি

(বি.দ্র.: কেউ হেক্টরের হিসাব না বুঝলে বা কয়েক শতকের জন্য সার দিবেন কিন্তু হিসাব করতে সমস্যা হচ্ছে বা হয় তারা কমেন্টে বা ইনবক্সে  জমির পরিমান বলে দিয়েন সারের হিসাব করে দেয়া হবে ইনশাল্লাহ)

 

 

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল