নিম খৈল দিয়ে জৈব কীটনাশক তৈরি পদ্ধতি

Jun 06, 2023
কৃষি সম্পর্কিত
নিম খৈল দিয়ে জৈব কীটনাশক তৈরি পদ্ধতি

                               নিম খৈল দিয়ে জৈব কীটনাশক তৈরি পদ্ধতি



নিম পাতা দিয়ে কার্যকারী জৈব কীটনাশক তৈরি করা যায়। রাসায়নিক কীটনাশকে যে সব পোকা মরে না, সেসব পোকামাকড় নিমের তৈরি জৈব বালাইনাশক দ্বারা দমন করা যায়। জৈব কীটনাশকের উৎস হিসেবেনিমঅত্যন্ত মূল্যবান বৃক্ষ হিসেবে আধুনিক বিজ্ঞানেও স্বীকৃত। আজ আমরা নিম খৈল দিয়ে জৈব কীটনাশক তৈরি নিয়ে আলোচনা করব।


আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক নিম খৈল দিয়ে জৈব কীটনাশক তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
নিমের খৈল ২০০ গ্রাম। পানি লিটার থেকে সামান্য বেশি। (১০০ মিলির মত), সাবান গুড়া/ ডিটারজেন্ট পাউডার ১০ গ্রাম।

যেভাবে তৈরি করবেনঃ
১। প্রথমে ২০০ গ্রাম নিমের খৈল লিটার পানিতে যে কোন মাটির পাত্রে ১২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ১২ ঘন্টা পরে খৈল পানির সাথে খুব ভালকরে চটকে নিতে হবে।
২।  তারপর পানির সাথে ১০ গ্রাম ডিটারজেন্ট পউডার মিশিয়ে ফেলতে হবে। একটি পাতলা কাপড় দিয়ে কয়েকবার ছেঁকে স্প্রে করতে হবে।

উক্ত কীটনাশকটি - দিন পর পর প্রয়োগে যে কোন পোকা দমনে বিশেষ কার্যকারী এবং উপকারী পোকার উপস্থিতি বাড়াতে সহায়ক।

 

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল