মিনি টিলার দিয়ে জমি চাষ – ছোট কৃষকের সেরা সহায়ক যন্ত্র
আমি নিজে রাজশাহীর একটা ছোট গ্রাম থেকে। কৃষকদের জীবনটা এখানে সহজ নায় । মাত্র সাড়ে ৩ কাঠা জমিতে ধান চাষ করেন আমার চাচা হাবিবুর রহমান । কয়েক বছর আগে তার কাছেই প্রথম দেখি ওই ছোট্ট যন্ত্রটা, মিনি টিলার। এটা আমাদের মতো গরিব চাষীর এত কাজে লাগবে ভাবতেই পারিনি !
গতবছর নোয়াখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেরাতে গিয়েছিলাম। সেখানে এক চাষী রফিক ভাই তার ছোট ড্রাগন ফলের ফার্মে মিনি টিলার ব্যবহার করছিলেন। তিনি বললেন, "ভাই, এই মেশিনটা না হলে আমি একলা পারতাম না। ট্র্যাক্টর আনতে গেলে শুধু তেলের টাকার কথা শুনে হাত-পা কাঁপে!
যখন প্রথম আমি এটা কিনে আনি, তখন আমার পাড়া-প্রতিবেশী অনেকেই হাসিঠাট্টা করেছিল। "এটা দিয়ে কি কোন কাজ হয় ?"... " এটা কিনে শুধু টাকা নষ্ট!"... কিন্তু আমি হাল ছাড়িনি, ভরসা রেখেছি । (FAO) এক রিপোর্টে পড়েছি, বাংলাদেশের ৮০% বেশি কৃষক ছোট জমির চাষী, মানে যাদের জমির পরিমাণ এক একরেরও কম। আর এই সাশ্রয়ী প্রযুক্তিতো তাদের জন্যই ।
একটা উদাহরণ দেইঃ বাড়ির পেছনে আমার নিজের যে ছোট জমিটা আছে, আমি সেখানে চাষ করি লালশাক এবং ডাটা । আগে আমি হাত দিয়ে কুপিয়ে মাটি তৈরি করতাম, সেখানে আমার সময় লাগত প্রায় তিন দিন । তবে এখন মাত্র ২-৩ ঘন্টায় কাজ হয়ে যায় মিনি টিলারের মাধ্যমে ! এতে আমর কি যে সঞ্চয়!
মেশিন্টা এক কথায় জীবন বদলে দিয়েছে ! বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মতো দেশে, যেখানে বেশির ভাগ জমি ছোট ছোট টুকরো হয়ে গেছে। ট্র্যাক্টর বা বড় টিলার দিয়ে এসব জমিতে চাষ করা প্রায় অসম্ভব। ভাড়া করলেও লাভ হয় অনেক কম খরচের তুলনায় ।
আবার একটু সতর্কও থাকতে হয়, যেমনঃ আমাদের দেশের মাটিতে ইট-পাথরের টুকরো মিশে থাকে। সেজন্য আরও সাবধান হতে হয়, তা না হলে ফাল নষ্ট হতে পারে। আর যেকোন মেশিন কেনার সময় স্থানীয় ব্রান্ডের দিকে নজর দিলে যন্ত্রাংশ পেতে বেশি সুবিধা হয়।
সরকারি ভাবে আমাদের মতো ছোট চাষীদের জন্য যদি কোন সহায়েতা দেওয়া হত, তাহলে তো আর কোন কথাই নেই! কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে মিনি টিলার ব্যবহার করে ৪০% পর্যন্ত জ্বালানি খরচ কমানো যায়।
তো ভাই ও বন্ধুরা, তোমাদের যদি ছোট জমি থাকে, কিছু টাকা জমিয়ে, এই ছোট বিনিয়োগটা করতে পারেন। আমার অভিজ্ঞতা বলছে, এটা পুরোপুরি বদলে দেবে আপনাদের চাষাবাদের অভিজ্ঞতাটাকে!
আপনাদের মধ্যে কেউ যদি আগে মিনি টিলার ব্যবহার করে থাকেন, তাহলে নিচে আপনার মন্তব্য ও অভিজ্ঞতাটা শেয়ার করেন। আমরা সকলে মিলে শিখি।