বাসকের ভেষজ দাওয়াই

Aug 26, 2023
চিকিৎসা
বাসকের ভেষজ দাওয়াই

                      বাসকের ভেষজ দাওয়াই

১। শিশুর পেটে কৃমি থাকলে বাসকের ছালের ক্বাথ খাওয়ালে এর উগ্র তিক্ত স্বাদের কারণে কৃমি বের হয়ে যায়।
২। যাদের হাঁপানির টান আছে তারা বাসক পাতা শুকনো করে, ওই পাতা বিড়ি বা চুরুটের মতো পাকিয়ে এর সাহায্যে ধূমপান করলে শ্বাসকষ্ট প্রশমিত হয়।
৩। যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে লাগালে দুর্গন্ধ দূর হবে।
৪। বাসকপাতার রস শঙ্খচূর্ণ মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে রং ফরসা হবে।
৫। এক কলসি পানিতে তিন-চারটি বাসকপাতা ফেলে তিন-চার ঘণ্টা ভিজিয়ে রাখার পর সেই পানি বিশুদ্ধ হয়ে যায়। এরপর ব্যবহার করতে পারেন।
৬। পাতার রস নিয়মিত খেলে খিঁচুনি রোগ দূর হয়ে যায়।
৭। বাসক পাতার রস মাথায় লাগালের উকুন চলে যায়।
৮। বাসক পাতা বা ফুলের রস এক বা দুই চামচ মধু বা চিনি দিয়ে খেলে জন্ডিস ভালো হয়।
৯। শরীরে দাদ থাকলে বাসক পাতার রস লাগালে ভালো হয়ে যায়।

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল