মহুয়া উদ্ভিদের উপকারিতা

Jun 12, 2023
কৃষি সম্পর্কিত
মহুয়া উদ্ভিদের উপকারিতা

                                                        মহুয়া উদ্ভিদের উপকারিতা


মহুয়া হচ্ছে ঔষধি গুণাগুণ গাছ। এই গাছের পাতা থেকে শুরু করে ফল ফুল সবই উপকারী। এর ছাল, ফুল, ফল বীজ থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়।
আসুন এবার জেনে নেওয়া যাক মহুয়া উদ্ভিদের উপকারিতাঃ

১। জয়েন্টের ব্যথা গেঁটে বাতের যন্ত্রণা থেকে উপশম পেতে মহুয়া ফুল বেটে গরম করে ব্যথার জায়গায় লাগান। আবার মহুয়া বীজের তেল অল্প গরম করে মালিশ করলে ফোলা যন্ত্রণা দুটো থেকেই মুক্তি পাওয়া যায়।


২।  ত্বকের দাগ ব্রণের সমস্যায় বেশ উপকারী। মহুয়ার ছাল বেটে দাগের ওপরে লাগান। ছাড়া চর্মরোগ সারাতেও সাহায্য করে।প্রচণ্ড মাথাব্যথা থেকে মুক্তি পেতে কপালে লাগান মহুয়ার তেল।


৩। বীর্য বৃদ্ধিতে মহুয়া পুরুষদের জন্য খুবই উপকারী। যেসব পুরুষের শুক্রাণুর পরিমাণ কম, তারা মহুয়ার ফুল খেতে পারেন। গরম দুধের সঙ্গে শুকনো ফুল চূর্ণ মিশ্রিত করে পান করলে বীর্য বৃদ্ধি পায়।


৪। জ্বর দীর্ঘদিন কাশির সমস্যায় খেতে পারেন মহুয়া ফুল। মহুয়া ফুল বেটে তার সঙ্গে পানি মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করুন। এক সপ্তাহের মধ্যেই উপকার পাবেন।কৃমি দূর করতে বিশেষ করে শিশুদের কৃমির সমস্যায় রোজ কয়েক ফোটা করে মহুয়ার তেল খান, এতে কৃমি মরে যাবে।


৫। চামড়ার ক্ষত বা ঘা সারাতে মহুয়া বীজের তেল ব্যবহার করুন। কোনো পরিষ্কার কাপড়ে তেল নিয়ে সেই জায়গায় বেঁধে রাখুন। কয়েক দিনের ক্ষত স্থান ভালো হবে।


৬। এটি শরীরে হিমোগ্লোবিন বাড়াতে শক্তি সরবরাহ করতে খুবই সহায়ক।দাঁতের সমস্যা, মুখের দুগন্ধ দূর করে, দাঁতের মাড়িকে শক্ত করে এবং দাঁত নড়া বন্ধ করে।

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল