টব নির্ধারণ
:
মাটি
বা প্লাস্টিকের মাঝারি /বড় টব, প্লাস্টিক
পাত্র বা পলি ব্যাগ
বা পরিত্যাক্ত টিনের কৌটা ব্যবহার করতে পা্রেন।তবে এতে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। পারলে সুই বা মোহল দিয়ে কোটার নিচে
কয়েকটা ফুটো করে দিবেন।
টবের মাটি
প্রস্তুতি:
১।অবশ্যই দোআঁশ বা পলি
দোআঁশ মাটি ব্যবহার করবেন। তবে মাটির পরিবর্তে কোকপিট ব্যবহার
করতে পারেন।এটি টবের পানি অনেক দিন ধরে রাখতে পারবে।
২।এরপর প্রতিটি
টবের জন্য ৬০% মাটি/কোকোপিট
+ ৪০%জৈব উপকরন
(পচাঁ গোবর / কম্পোস্ট / পাতা বা সবজির উচ্ছিষ্ট
অংশ )+ একচামুচ ট্রাকোডার্মা(জৈব ছত্রাকনাশক)+সামান্য
নিম তেল(জৈব কীটনাশক)+একমুঠো টিএসপি,এমওপি,জিপসাম ভালোভাবে মিশিয়ে
পলিথিন বা চট দিয়ে কয়েকদিন
(৭-১০দিন)রেখে দিবেন করা।
৩।টবের নিচের
অংশে(৫ ভাগের ১ ভাগ) কিছু পাথর বা ইটের টুকরা দিবেন তার উপরে সামান্য বালু দিবেন তারপর প্রোসেস করে মাটি দিয়ে টব পুর্ণ করবেন।।