এই সময়ে সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়

Jul 24, 2023
এই সময়ে সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়

                                                         এই সময়ে সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়


অসহ্য গরম চলছে। ছোট ছোট শিশুরা ঘেমে একাকার। গরম এই আবহাওয়ায় সর্দি-কাশি অনেক কষ্ট দেয় সবাইকেই। অনেকের আবার অ্যালার্জির সমস্যা আছে। এই সময়টিতে তা আরও বেশি দেখা দেয়। বর্তমানে সারাবিশ্বে চলছে মহামারী করোনা ভাইরাস। আর এই ভারাসের লক্ষণগুলোর মধ্যে জ্বর, সর্দি-কাশি বিদ্যমান।  তবে সব জ্বরই করোনা নয়, এটা মনে রাখতে হবে। তাছাড়া এখন চাইলেই সামান্য জ্বরে হাসাপাতালে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সাধারণ জ্বর-সর্দিতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যেতে পারে। এতে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তেমনি সর্দি-কাশি প্রতিরোধের শক্তি বৃদ্ধি করে থাকে। তাই আজকের লেখায় আমরা আপনাদের জানাবো এই সময়ে সর্দি-কাশি দূর করার ঘরোয়া কিছু উপায়ঃ

১। সর্দি-কাশি ঠেকাতে আদা-চা যে খুব কার্যকর কথা সকলেই জানেন। তবে এই চা ফোটানোর সময় তাতে কিছুটা মধু লেবুর রস দিতে পারেন। যা শরীরকে গরম রাখতে সর্দি-কাশি দূর করতে বিশেষভাবে কার্যকরী।

২। প্রতিদিন ঘুমনোর আগে আনপাস্তুরাইজড মধু খান। কেউ কেউ গরম পানি বা দুধের সঙ্গে মিশিয়েও খেয়ে থাকেন। কাশি কমাতে ঠাণ্ডার প্রকোপ থেকে দূরে থাকতে মধু খুবই কার্যকর।

৩। কান, গলা, মাথা ঢেকে ফেলুন বড় চাদর দিয়ে। তারপর গরম পানির ভাপ নিন। গরম পানিতে ব্যাকটিরিয়া নিরোধক কিছু ওষুধও ফেলতে পারেন। অনেকে ক্যামোমাইল বা ইউক্যালিপটাস তেল যোগও করে থাকেন। ভাপ নিলে নাক দিয়ে পানি পড়া কমবে তেমনি কাশিও কমতে বাধ্য। ভাপ নেওয়ার সময় ফ্যান বন্ধ রাখবেন। ভাপ নেয়া শেষ হলে অন্তত দশ মিনিট ফ্যানের বাতাস থেকে দূরে থাকুন।সেই সঙ্গে গরম পানি খাওয়া গোসল করায় ব্যবহার করুন।

এছাড়াও গলার মিউকাসকে ভাঙতে ব্যাকটিরিয়ার আক্রমণ ঠেকাতে আপেল সাইডার ভিনিগার খুবই উপকারী। সর্দি-কাশির সমস্যা থাকলে প্রতিদিন উষ্ণ পানিতে দুচামচ আপেল সাইডার যোগ করে খালি পেটে খাবেন। যার ফলে ঠান্ডাজনিত অসুখের হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন।

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল