টবে বা বস্তায় বা জিও ব্যাগে পেঁপে চাষ পদ্ধতি

May 20, 2024
চাষাবাদ
টবে বা বস্তায় বা জিও ব্যাগে পেঁপে চাষ পদ্ধতি

মাটি তৈরিঃ

প্রতি বস্তার জন্য নিচের উপকরণ গুলো লাগবে,

সিমেন্টের বস্তা / জিও ব্যাগ

৩৫ থেকে ৪০ কেজি মাটি

দোআঁশ,বেলে-দোআঁশ,এঁটেল মাটি

শুকনো গোবর  ১০ কেজি

ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট থেকে কেজি

ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য বালি ব্যবহার করতে হবে

সরিষার খৈল - ৫০ গ্রাম

হাড় গুড়া - ৫০ গ্রাম

নিমখৈল - ৫০ গ্রাম

বায়োডার্মা ছত্রাক নাশক - গ্রাম

এমওপি - ১০০ গ্রাম

টিএসপি - ১০০ গ্রাম

জিপসাম - ৫০ গ্রাম

ম্যাগনেসিয়াম - ২০ গ্রাম

উপরের উপকরণ গুলো মাটির সাথে ভালো করে মিশিয়ে ১২-১৫ দিন পলিথিন দিয়ে ঢেকে রাখবেন।তারপর টবে বা জিও ব্যাগে বা সিমেন্টের বস্তায় ভরাট করে চারা লাগাবেন।

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল